ঝক ঝকে রোদ,নীল আকাশে নীলাভ কাপ্তাই হ্রদ
কত অনুপম,ছবির মতো দৃশ্যখানি,নৌকা টানে মাঝি
পাহাড়ের ভাঁজে ভাঁজে বিটপী, ঘাস আর প্রাণেরা
মনে হয়;কাল বৈশাখী দুর্বল হয়ে যাবে দ্যাখে।
থমকে দাড়াবে।প্রেমে ডুবে নেবে অহিংসতার বায়াত।
বৈশাখী এলো,বন্দী হলো অবুজ মন-যেন গুয়ান্তানামু কারাগারে।
এরপর চলে আধিপত্যের নগ্ন উৎপাত।


তারুণ্যের উন্মাদনায় একদিন কেঁপে উঠে রাজপথ
ঢাকা কিংবা দিল্লী।আশার জোয়ার জাগে,কলকলে।
মুহুর্তেই ভাটা। জলদস্যুর হুংকার ছুটে বাতাসে
নির্ভয়া নেই নির্ভয়ে,তনুরা আবার মিছিলে।


রাস্তার মোড়ে রাজনীতিক;
সময়ের গানে মিশাই অমৃতের স্বাদ,গলা ছাড়ে।
মোহ কাটে,রং পাল্টে পাঁচ গ্রীষ্মের ব্যবধানে।


রুপ বদলেছে সমাজ,প্লাস্টিক সার্জারি করেছে মানুষ।
পোকা খাওয়া দাঁতে টুপি পড়ে জাবর কাটছে শুধু।
ভেতরে এখনো জমা; কুসংস্কার, কুচেহেরা কিংবা পোকা খাওয়া দাঁত।