তুমি ভেবেছো
আমি পরাজিত পাঁচ তলায়
কোন বালিকার চোখের মণিতে, ইশারায়
ডোবার আগাছায় সদ্য ফোটা নীলবর্ণ
ফুলের কাছে আমি পরাজিত ?
আমি পরাজিত রৌদ্রের কাছে
আষাঢ়ের মেঘের ঘনঘটাায় ।


তুমি ভেবেছো
আমি পরাজিত চিলেকৌঠায়
কোন সন্ধ্যায়,সকাল বেলায়, অলীক মুগ্ধতায়,
শিশির ভেজা দূর্বাঘাসে হেঁটে যাওয়া
লাবণ্যময়ীর পায়ের চাপে আমি বিমোহিত?
আমি বিমোহিত ঘাসের ডগায় উজ্জ্বল বৃন্তে
টিলার ঢালে পুট্টি ফুলের পাপড়িতে
বাড়ির উঠোনে ঝরে পড়া ডালিম ফুলে ।


তুমি ভেবেছো
আমি পরাজিত উষ্ণ কথায়,কারো ছলনায়
আমি পরাজিত তাপদাহে রুক্ষ পৃথিবীর কাছে ?


আমি দাড়াতে শিখি ধ্বংস পৃষ্ঠের জ্বলন্ত শিখায় ।