আমি খুঁজছি তোমাকে,তুমি নাক তুলে ডুবিয়ে রেখেছো দেহ খানি জলে
আমি খুঁজছি তোমাকে,তুমি লুকিয়ে আছো ঝোপঝাড়ে,রাস্তা থেকে নেমে
আমি আকাশ দেখছি,আমি জলরাশি দেখছি,আসলে আমি খুঁজে বেড়াচ্ছি তোমাকে
তুমি পাখি হয়ে উড়ে বেড়াও, মাছ হয়ে সাতারাও নগ্ন জলে;তুমি ছদ্মবেশী।


আমি আবিষ্কারে ব্যস্ত,তুমি ধাবিত অন্ধকারে
আমি চেরাগ জ্বালাতে চাই,তুমি নিয়ে এলে এক ঝাঁক হাওয়া
খুব যত্নে বানিয়ে আনলাম রসগোল্লা,তুমি বললে হায় আল্লাহ!এতো ডায়াবেটিসেরর খাজা।


তোমার খুঁজে চলেছি আমি উত্তর মেরু,তুমি চলেছো চুপিসারে দক্ষিণ মেরু।ফুরিয়ে এসেছে বেলা।