১৯৭২ সালের ৮ই ফেব্রুআরি-
দিনটি সম্পর্কে জানো?
ঢাবি প্রাঙ্গণে চিত্তরঞ্জন সাহা-
বাস্তবায়ন করেছিলেন একটি স্বপ্ন।


চটের উপরে ৩২ টি বই দিয়ে-
শুরু হয়েছিল পথচলা,
সেখান থেকেই আজ অব্দী-
চলে আসছে বইমেলা।


ফেব্রুআরি পুরোমাস জুড়ে-
সোহরাওয়ার্দী উদ্যানে,
মুখরিত থাকে পুরো এলাকা-
হাজারো মানুষের বিচরণে।


বইমেলা এক জ্ঞানের সাগর-
সবার জন্য খোলা দ্বার,
মনের মতো চলে বই কেনা-
বই পড়ে হয় জ্ঞান সম্ভার।


প্রিয় লেখক আছেন যারা-
তাঁদের সাথে কাটে সারাদিন,
অটোগ্রাফ নেয়া ছবি তোলা-
মনের পাতায় স্মৃতি রঙিন।


বছর ঘুরে আসে ফেব্রুআরি-
শুরু হয়ে যায় ছুটেচলা,
যায় সকলে উল্লাসে মেতে-
এসেছে প্রাণের বইমেলা।।