ছিন্ন মস্তার অভিশপ্ত বাসি কাব্য গুলো
অপার্থিব শিকলে টানা হেঁচড়া করছি যবে,
মুখ থেকে বুলি ফুটেছে...
.
কত বিশৃঙ্খলার সাক্ষী হয়েছি
দেখেছি অসুস্থ সামাজিকতা
সয়েছি হ-য-ব-র-ল মনুষ্যত্ব
গিলেছি মাকাল ফলের জ্ঞান
.
তবুও নিজের শবকে ছায়াবিথীর মগডালে বসিয়ে,
তেপান্তরের নিরেট আলো ধরার চেষ্টায় পার করে দিলাম
গোটা দেড়শ বছর.....
মনে হয় কদাচি ধরতে পেরেছি...
.
গোটা পাঁচেক আলোক পাওয়া এই শবকে
লাশ কাটা ঘরে রেখে আসা বড্ড বোকামি-ই বটে...