হতেও পারতো,
...................


হতেও পারতো,
নিরেট শব্দটি জীবন্ত, নির্যাস ছড়ানো কোনো এক মৃত লাশের ঘ্রাণ
.
হতেও পারতো,
ঘ্রানহীন শতাব্দীর হিমঘরে বন্দী অহেতুক স্তব্ধতার অস্তিত্ব
.
হতেও পারতো,
অস্তিত্বহীন কল্পনার নিংড়ে পড়া গোটা তেইশটি সমাধি
.
হতেও পারতো,
সমাধির এপিটাফ গুলো ভ্রান্ত কালো দিনের আলোয় অপূর্ণতার আকাঙ্ক্ষা
.
হতেও পারতো,
আকাঙ্ক্ষার অভিব্যক্ত বেড়ী,জীর্ণ নিউরন টপকে থমকে গেছে বেদুইন সাম্রাজ্যে
.
হতেও পারতো,
সাম্রাজ্যের আস্ফালনের টুটি চেপে ধরে রেখেছে প্রবৃত্তির নিয়ন্ত্রণ
.
হতেও পারতো,
নিয়ন্ত্রণ না থাকার আক্রোশ চেপে বসেছে মরচে ধরা শৈশবে
.
হতেও পারতো,
....................