একটা পেয়ালায় কিছুটা পানি দেখে
আশাবাদী বলল, "অর্ধপূর্ণ পেয়ালা।"
নৈরাশ্যবাদী বলল, "অর্ধ খালি পেয়ালা।"
দার্শনিক বলল, "এটা বস্তু আর ভাবের সংমিশ্রণ।"


সংশয়বাদী বলল, "এটা কি সত্যিই অর্ধপূর্ণ বা খালি?"
অস্তিত্ববাদী বলল, "পেয়ালাটিই প্রকৃত সত্য।"
রূপতাত্ত্বিক বলল, "পূর্ণতা বা শুন্যতা একই পেয়ালার ভিন্ন রূপ"


সবশেষে আমি বললাম, "পেয়ালাটার রয়েছে পূর্ণতার সম্ভাবনা।"