বুক ভরা ভালোবাসা নিয়ে
নীল আকাশকে পেছনে রেখে
আমি দাঁড়ালাম মাথা উঁচু করে
ভালোবাসাগুলো ফুলে ফুলে উঠে
ভেঙে গিয়ে সাগরের ঢেউ হয়
ফুলে উঠা ঢেউয়ের বুক চিড়ে
রওনা হয় আমার আশার নৌকা
গন্তব্য ধ্রুবতারার মত স্থির হলেও
নৌকা দুলতে থাকে প্রবল ঢেউয়ে
দোদুল্যমান এই নৌকার হাল ধরে
বসে বসে আমি দেখি মহাকাল।
মহাকাল বয়ে চলে নৃশংস নীরবতায়।