এখানে প্রাচীর তোলে সীমাহীন বিষণ্ণতা।
আর নীল রঙের দুঃখগুলো আছড়ে পড়ে-
হাজার বছরের জমানো আক্ষেপ নিয়ে।
আর বিষণ্ণতার দেয়ালে অঙ্কিত হয়-
কদর্য জীবনের রঙ্গিন প্রতিচ্ছবি।


পাল ছেড়া জাহাজের হেলে পড়া মাস্তুল-
আমাকে বারবার সিক্ত করে পুরনো অপরাধে।
কিংবা প্রাচীন কোন অট্টালিকার দেয়ালে-
বাতাসের আঁকা মহাকালের হাহাকার-
ঝংকার তোলে আমার ঝুঁকে পড়া অস্তিত্বে।