আসুন বন্ধুগণ আমার এই পুরোনো-
আর জীর্ন অনুভূতির দোকানে।
প্রেমিকার প্রথম সম্মতিতে যে পুলক-
আপনি পেয়েছিলেন, তার বদলে
ওই কোণায় রাখা নীল রঙের-
বেদনাগুলো আপনি নিতে পারেন।
সাজিয়ে রাখবেন হৃদয়ের তাকে।


বেদনাগুলোর মালিক ছিলেন একজন পিতা।
যে তার অস্তিত্বের বর্ধিতাংশ-
বুকে চেপে বয়েছে শেষ অব্দি।
কিংবা বুকফাঁটা কষ্টে, মায়ের চোখ থেকে-
বেরোনো এই অশ্রুগুলো নিন।
বিশুদ্ধ বেদনার এমন গভীর
ছোবল আর কোথাও পাবেন না।


আশ্চর্য্য বিষয় কী জানেন?
বেদনা দিয়ে কেউ আনন্দ কেনেনা।
বরং বিশাল সুখের বিনিময়ে সবাই
কিনতে চায় অল্প একটু দুঃখ।
পুরো জীবনের আয়ের বিনিময়ে নিতে চায়
শৈশবের তুচ্ছ কোন লাল বেলুন হারাবার দুঃখ।
তাই সুখগুলো এখন আর কাউকে সাধিনা।