আমার একটা ভালোবাসার মানুষ ছিল।
হারিয়ে গেছে।
আমার একটা চমৎকার গল্প ছিল।
ফুরিয়ে গেছে।
আরও ছিল একটা লাল রঙের ফতুয়া।
কঠোর জীবনের কঠিন আলিঙ্গনে-
তার রং আজ ফ্যাকাসে।


হারিয়ে যাওয়া ভালোবাসার দাবী নয়-
ফুরিয়ে যাওয়া গল্পের অন্তরা নয়-
রং জ্বলা ফতুয়ার বোতাম নয়-
আজ এইখানে আমি এসেছি-
তোর চোখের তারায় খেলা করা-
সেই পুরনো স্ফুলিঙ্গ দেখব বলে।


যে স্ফুলিঙ্গ একদিন আগুন জ্বেলেছিল-
আমার ঝিমিয়ে পড়া হৃদয়ে।
যে আগুন পুড়িয়েছিল আমার অবসাদ।
যে আগুন গ্রাস করেছিল আমার চেতনা।
এই আগুন দেখেই পিছিয়ে গিয়েছিল-
পুঞ্জীভূত হয়ে থাকা জন্মান্তরের অভিমান।