তারপর একদিন আমি দাঁড়ালাম-
আনন্দ আর বেদনার উপত্যাকায়।
এই উপত্যাকার বুক চিড়ে খর ধারায়-
প্রবাহিত হয় জীবনের নদী।


আনন্দের পাহাড় থেকে গলিত-
আনন্দেরা গড়েছে এ নদীর অর্ধেক।
আর বাকী অর্ধেক নেমে এসেছে-
উল্টো পাশের দুঃখের পাহাড় গলে।


উপত্যাকার মাথায় দাঁড়িয়ে আমি-
চোখ রাখি দলবদ্ধ মানুষের ভীড়ে।
নানা আকৃতির পাত্র হাতে তারা আসে-
জীবন-নদী থেকে জীবন-সুধা তুলবে বলে।