আজ তবে আঁধারের গল্পই হোক-
নৈঃশব্দে ডুবে থাকা রাতগুলো-
নোনা জলেই ভেসে যাক।
আরো একবার চোখ ফেরানো যাক-
ফেলে আসা শুকনো পদচিহ্নের দিকে।


প্রাগৈতিহাসিক কোনো প্রাণী নয়।
মেঘমালার ভাঁজে আমি খুঁজে পাই-
আমার নিজের ক্লান্ত মুখচ্ছবি।
আমি ভুলে যাই আমি ঘরপালানো কবি।
আর ঘরপালানো কবিদের নিজেকে দেখা বারণ।