কবিদেরও নিয়মিত খিদে পায়।
আঘাত করলে তারাও ব্যথা পায়।
প্রেমিকাদের চিমটি তাদের চামড়ায়ও-
আপনাদের মতোই জ্বালা ধরায়।
কান্না চেপে রাখলে তাদের গলায়ও ব্যথা হয়।


অবাক হচ্ছেন?
হ্যা, তাদের কারো কারো প্রেমিকাও হয়।
দুএকটা হতচ্ছাড়া তো বিয়েও করে!
এসব ক্ষেত্রে তারা আর দশটা
সাধারন মানুষের মতোই সাধারণ।


তবে কি জানেন?
তাদের সাথে আপনাদের কিছুটা
পার্থক্য যে একেবারে নেই, তা নয়।
আপনাদের ভাষায়, কিছুটা আদিখ্যেতা
সব কবিদের সাধারণ বৈশিষ্ট্য।


প্রেমিকার চিমটিতে তারা জ্বলুনির সাথে-
খুঁজে পায় জ্বলুনি লাভের তৃপ্তি।
দুঃখের স্মৃতিগুলোকে তারা লালন করে
বুকের ভেতর তীব্র ভালোবাসা নিয়ে।
বাঁধ ভাঙ্গা ভালোবাসায় তাদের শ্বাসকষ্ট হয়।


অবশ্যম্ভাবী জ্বরের সম্ভাবনা মেনে নিয়ে-
এই প্রাণীগুলো, নিয়মিত বৃষ্টিতে ভেঁজে।
রাতের নীরবতা তাদের ঘুম না পাড়িয়ে
বরং জাগিয়ে তোলে আরো তীব্র ভাবে।
নীরবতার মাঝে তারা খুঁজে পায় ছন্দ।


কী ভাবছেন?
এসব আদিখ্যেতা আপনার ভেতর
খুঁজে পাচ্ছেন, পুরো মাত্রায়?
তবে দুঃখ না পেয়ে মেনে নিন সত্যিটা
জেনে নিন আপনিও কবিদের একজন।