যার লাশটা আপনি দেখছেন-
সেও একসময় বাঁচতে চাইত।
বিরহের কবিতায় দুচোখ ভিজত।
মায়ের রান্না তার জিভেও জল আনতো।


বৃষ্টির দিনে ধোঁয়া উঠা পানীয়-
গুটিশুটি শুয়ে দাদীর গল্প-
ভর দুপুরে মাথা ফাঁটা রোদে-
এক সময় সেও পুকুরে ঝাঁপাত।


সমুদ্র বড় প্রিয় ছিল ছেলেটার।
তারচেয়ে ভালোবাসতো পাহাড়।
অরণ্যের পাশেও তার অনেকগুলো-
নির্ঘুম আর আনন্দময় রাত কেটেছে।


এত আনন্দের সন্ধান জেনে-
এতভাবে জীবনটাকে চেখে-
ছেলেটার লাভ হয়নি কিছুই।
এখন সে এক দলা উপেক্ষিত মাংসপিন্ড মাত্র।