বিষণ্ণ মনেও আসে বিচিত্র খেয়াল-
ভাঙতে না পারা রুক্ষ দেয়াল।
তুই থাকিস তোর পাশে-
আর আমাকে রাখিস অন্য পাশে।
সামান্য চিড় ধরাবার লক্ষ্যে আমি
ক্রমাগত আঘাত করে যাই। ক্লান্তিহীন।


আঘাতে আঘাতে আমার হাত থেকেই
কেবল বেদনা ঝরে রক্ত হয়ে।
দেয়াল দাঁড়িয়ে থাকে নিজস্ব দৃঢ়তা নিয়ে
আগের চেয়ে অটল আরো বেশি রুক্ষ।
রক্তক্ষরণে ক্লান্ত হয়ে, অবশেষে আমার
সমস্ত চেতনা মুখ থুবরে পরে। আমারই পাশে।