কবিতাটির নাম দিতে চেয়েছিলাম "গরম কবিতা >>>" কিন্তু সম্প্রতি এডমিন মহোদয়ের প্রণীত একটি নিয়ম হচ্ছে কবিতার নামে কোন চিহ্ন ব্যাবহার করা যাবেনা । তাই চিহ্নগুলো বাদ দিতে হোলো । এডমিন মহোদয়ের কাছে সবিনয়ে বলতে চাই আমার কাছে প্রতিটি বর্ণের মতো প্রতিটি চিহ্নকেও অর্থবহ মনে হয়। সেকারণেই কবিতার নামে চিহ্নগুলো ব্যাবহার করতে চাই। অন্যের কবিতা থেকে নিজের কবিতাকে আলাদা করে উপস্থাপন নয় বরং নিছক অভিব্যক্তির প্রকাশই আমার একমাত্র উদ্দেশ্য । তাই .... আমাকে, কবিতার নামে চিহ্ন ব্যাবহারের স্বাধীনতা প্রদান করা যদি সম্ভব হয় তবে আমি যার পর নাই আনন্দিত হব......।।।



প্রয়োজন কিছু উত্তাপের
যদিও দুপুরটা যথেষ্ট উত্তপ্ত ।
আর কাঁটা দিয়ে কাঁটা তোলার মত
উত্তাপ দিয়ে উত্তাপ ক্ষয় করা
আমার লক্ষ্য নয়......
একথাও জোড় দিয়ে বলতে পারিনা ।।


মহাকালের স্রষ্ঠা নিশ্চিতভাবেই
মহাজ্ঞানকে ধারণ করেন ...।
আমি যেমন করে ধারণ করছি
আমার অনিশ্চিত চেতনাকে ।


প্রিয়ার উত্তপ্ত নিঃশ্বাসের উষ্ণতা
আমাকে বার বার পরাভূত করলেও
আমি খুঁজছি এমন একটু উত্তাপ
যা উষ্ণ করে তুলবে আমার হৃদয়কে ।
আমার হৃদয়ের উষ্ণতা দিয়েই
আমি শীতল করতে চাই মহাকালের
সামগ্রিক দুঃখের খরতাপ ...।।