মেঘের উপর থেকে চেয়ে থাকা শকুনের মতো
আমি তাকাই ধুলি ধূসরিত পৃথিবীর দিকে।
না, মধ্যাহ্ন ভোজনের জন্য কোন প্রাণীর
প্রাণ সংহার আমার উদ্দেশ্য নয়।
শকুনের শ্যেন দৃষ্টি নিয়ে আমি খুঁজে বেড়াই
আমার ডানা ভাঙ্গা রুপালী ভ্রমর।


তোমায় শোনাব বলে যে গান শিখেছি
সেই গান আজ গদ্য হয়ে আমার নিন্দা গায়।
হাড় কাঁপানো উত্তুরে হাওয়া আমার কানে
ফিসফিস করে জানিয়ে যায় আগমনী বসন্তের গান।
অগ্রীম সেই সংবাদে আমাতে কোন পুলক জাগেনা
কেবল নিস্ফল আম্রমুকুলের মত আমি আরেকবার ঝরে পড়ি।