কুড়িয়ে নিয়ে ভালোবাসা-
মুড়িয়ে নিয়ে কাপড়-কাছা-
জড়িয়ে নিয়ে ভাগ্য পাশা-
হারিয়ে গেলে জীবন খাসা।


জীবন আঁকড়ে ধরে বেড়ে উঠে জন্মের শেকড়-
পরগাছা উদ্ভিদের মত নির্বিকার ,কিন্তু নিরুত্তাপ নয়।
মেঘগুলো রং বদলায়, বাস্প থেকে জল হয়।
আয়তনহীন মহাকাল, তাতে ভিজে স্বচ্ছ হয়।
আর আমার দৃষ্টি ভেদ করে যায় মহাকালের বক্ষ।