আজ নক্ষত্র দেখব।
মহাকাশ ভেদ করে
আমি উঠে যাব
চার মাত্রার গণ্ডী পেরিয়ে-
মাত্রাহীন মাতৃকার নির্যাসের কাছে।
মুঠো মুঠো নক্ষত্র ছিটিয়ে
আজ আমি ঢেকে দেব
নীলাকাশের কালো প্রতিচ্ছবি।


ঝলমলে নক্ষত্রেরা ঝলসে দেবে
বহুবার ঝলসানো বিশ্বটাকে আরেকবার।
তারপর আমি সেই নক্ষত্রচাপা রাতটাকে
টেনে বের করে খাইয়ে দেব ঘাসফড়িংদের
কে না জানে, ঘাসফড়িংরা রাত খেতে ভালবাসে!