টলটলে দিঘীর জল স্থির ছিল
ঢিল পড়ে তাতে তরঙ্গ জন্ম নিল।
ভরা দুপুরের আলো গায়ে মেখে
তরঙ্গটা জন্ম দিল এক বর্ণালীর।
সেই বর্ণালীর ভাঁজে-ভাঁজে খেলা করে
কুণ্ডুলী পাকানো রংধনু।


আজ তবে বৃষ্টির রসেই ডুবে যাক দিনটা।
জমাট বাধা হৃদয়টাও ভিজুক ঝাপসা জলে।
অনুভুতিগুলো নরম হোক
শীতল আর স্বচ্ছ বৃষ্টির সোঁদা গন্ধ নিয়ে।
আর কালো মেঘের পর্দা চিরে নামা বজ্রের মতো
দুঃখগুলো ভেসে যাক সেই গন্ধে।