নাচে প্রাণ গায় গান, অকারণ হরষে
মন চায় শুয়ে যাই পাতা পাতা ফরাশে।
আয় আয় চিৎকার, প্রাণ খুলে জোরসে
হলুদিয়া ছোট ফুল, মধুমাখা সরষে।


ফাঁকা ফাঁকা বুলি আর বাঁকা বাঁকা কথা
চিড়বিড়ে রোদ আর ছাতা ঢাকা মাথা।
চোখে চোখে চালসে, হয়ে গেছি আলসে-
প্রাণ-গান পানসে, বুক ভরা হুতাশে।