আয় তবে ঝলসাই রাতটাকে
কাসুন্দি মিশিয়ে চাটি চাঁদটাকে।
তারাগুলো ছেড়ে দেই মহাকাশের ঝোলে।
মহাভোজ হবে আজ দুধে আর ঘোলে।


চুপচাপ কেটে যায় নিরিবিলি গোধূলি
মধুমাখা রং তার, নয় পুরো সোনালী।
চাঁদে বসে বুড়িটা, কাটে সুতো চরকায়
মাথা-ফাটা রোদ্দুর, ছেলে বুড়ো ভড়কায়।