মেঘগুলো সব ক্রমাগত ঘর্ষণে
প্রস্তুতি নিচ্ছে বর্ষণের।
তাই দেখে ব্যাঙেরা আজ
বের করেছে গলা সাধার সব সরঞ্জাম।


বিরাট জলাধার জুড়ে আজ
উৎসব হবে সঙ্গীতের।
ওস্তাদ সব ব্যাঙবর্গ এসেছেন
জলাধার ঝঙ্কৃত করবেন বলে।


বাহকরা নুয়ে পড়েছে কাঁধে
বড়-ছোট আর মাঝারি বাদ্যযন্ত্রের ভারে।
উৎসবের দেরি দেখে চোখ-ধাঁধানো
রুপ নিয়ে উঁকিঝুঁকি মারছে বিজলি মেয়েরা।


মাতাল হাওয়ার সাথে তাল মিলিয়ে
গাছগুলো প্রস্তুত নৃত্য পরিবেশনের জন্য।
একজন অখ্যাত কবিও এসেছেন উৎসবে
এলোমেলো ভাষায় লিখছেন উৎসবের প্রস্তুতির কথা।