জীবনের চাপে চ্যাপ্টা হচ্ছে জীবন
যদিও কিছু পাখি এখনো গান গায়
কিন্তু সে গানে বনের সুর থাকেনা
নাগরিক দুঃখ-কষ্টে কাতর পাখির কণ্ঠ
নিংরে বেরোয় কেবল ঘর হারাবার বেদনা।


দিবাস্বপ্নেও এসে ভিড় করে দুঃস্বপ্নের দল
নিদ্রার পরিবর্তে বন্ধ চোখের পাতায়
খেলা করে দুর্গন্ধযুক্ত শ্বাপদের ঝাঁক।
ভয়ানক কষ্টে পাথুরে পাহাড় ফেটেও
বেরিয়ে আসে তরল লাভা।