একটা বাগান করব
যেখানে আকাশ ছোঁয়া সব বৃক্ষের দল
অবরোধ করে রাখবে দৃষ্টিসীমা।
ঠিক মাঝখানে থাকবে একটা জলাধার
সেখানে রক্তিম আভা ছড়াবে পদ্ম-পরিবার।


মরুভুমিতে টিকে থাকা কাঁটা সর্বস্ব বিরুত নয়
আমার বাগানে আমি আকাশ ঢেকে দেয়া বটবৃক্ষ চাই
কালবৈশাখীতে, সেই বৃক্ষ মাতাল হবে
তার ঝরা পাতায় ঢাকা পড়বে এই
উত্তপ্ত নগরের পীচঢালা ত্বক।