ভ্রমর হলে ফুলে ফুলে মধু খেতাম
কিন্তু আমি কাঁটা ভালবাসিনা।
তাই আমি বুকের মাঝখানে ভ্রমর
হবার সাধ লালন করিনা।


নদী হলে কুলে কুলে বয়ে যেতাম
কিন্তু আমি কাদা ভালবাসিনা
তাই নদী হবার স্বপ্নটাকে আমি
বিসর্জন দিয়েছি সুদূর শৈশবে।


এখন আমার পাখি হতে ইচ্ছে করে
না, নিজ বক্ষ বিদীর্ণ করে কুচক্রী কোন
শিকারীর ধারালো অস্র আমি রাঙ্গাবোনা।
তাই পাখি হবার স্বপ্নটাকেও আজ দিলাম বিসর্জন।