সবাই তাদের পাত্র পূর্ণ করতে চায়
ঝলমলে সুখের স্বচ্ছ জল দিয়ে
দুঃখের ঘোলা জল তবু উঠে আসে-
বর্ণহীন স্বচ্ছ আনন্দের মাঝে বর্ণ হয়ে।


জীবন পাত্র পূরণ হয় জীবনের সাথে
কামনাগুলো রঙ দেয় জীবনের দ্রবণে।
লালিত স্বপ্নগুলো গাদাগাদি করে টিকে থাকে
প্রাপ্তির উচ্ছাস আর হারাবার হাহাকারের ভীড়ে।


আমার সুখগুলো সব ভালোবাসা হোক-
আর দুঃখের জল ভিজিয়ে যাক চোখ।
পাত্র উপুড় করে আমি নদীতে ঢেলে আসি
সুখ আর দুঃখের অস্বচ্ছ দ্রবণ।