ভয়ংকরভাবে ক্ষুধার্ত এক শার্দূল
তার বাঁকানো নখগুলো আরও বাঁকা করে-
আঁচড় কাটে সর্বংসহা ধরিত্রীর গায়ে।
ধরিত্রী ক্ষতবিক্ষত হয় ক্ষুধার্ত আক্রোশে।


ক্ষতস্থান গভীর থেকে গভীরতর হয়-
চকচক করে উঠে মড়াখেকো শকুনের চোখ।
অরণ্য কাঁপানো গর্জনে হয়ত আশাভঙ্গ হয়-
তবু, চোখের মালিক কিছুতেই অধৈর্য নয়।