এক ফালি আকাশ কিনব আজ।
রমজানের চাঁদের মত চিকন এক ফালি।
এক পেয়ালা জোসনায় মেশাবো
দুই ফোঁটা অমাবস্যার অন্ধকার।
তারপর আকাশের ফালিটাকে
ভিজিয়ে ভিজিয়ে চুষব দিনভর।
জোনাকিরা এসে চুমুক দেবে আমার-
রাত গোলা পানীয়ের পেয়ালায়।


আঁধারের নেশায় মাতাল হয়ে-
জোনাকিরা তুলবে ঝিঁঝিঁপোকার সুর।
আকাশ থেকে নেমে আসবে পরীরা।
রূপের ঝলকে ছলকে উঠবে বন্দী কামনা।
কামনার ঢেউ ভাঙবে নিয়ন্ত্রিত সব বিন্যাস।
সন্ন্যাসীরাও উঠে দাঁড়াবে আর ছাড়বে সন্যাস।
আর রাত খাওয়া আমি চিৎকার করে গাইব প্রাগৈতিহাসিক মাতাল কোনো প্রেমিকের গান।