ছেলেটা আবার একটা কবিতা লিখছে-
লিখতে লিখতে আবার বাঁচতে শিখছে-
দীর্ঘদিন তাঁর হাতে আসেনি কোন কবিতা-
রক্তে নাচেনি জীবনের জৈবিক দ্রোহিতা-


আজ কবিতার গন্ধে ভরবে তার বুক।
আবারো সে হয়ে যাবে শব্দভুক।
কামড়ে কামড়ে আজ সে খাবে বর্ষাকাল।
কলমের খোঁচায় উঠে আসবে সাহিত্যের ছাল।