দিন দুপুরে বৃষ্টি পড়ে
সপ্তা খানেক সময় ধরে-
নদী পুকুর খালে বিলে
জলের রাশি উথলে পড়ে;
ধানের চারা জলের নিচে
হাবু ডুবু খেয়ে পচে-
গরু বাছুর ভেড়া ছাগল
ঘাসের লাগি সোবায় পাগল,
ফুলের মধু ধুয়ে গেছে
ভ্রোমর মাছি জল শুষে-
কুলায় পাখি ভিজছে বোসে
অনাহারে অনাদরে।
কৃষক বোসে চিন্তা করে
এমনি হলে বন্যা হবে-
গত বছর রবির তাপে
চারা গুলো গেছে জ্বলে;
এ বছরে শ্রাবন জলে
চারা গুলো বিপাকে তে।
বরুন বাবু তন্দ্রা রাতে
বৃষ্টি ছেড়ে নিদ্রা গেছে-
মানুষ সকল করজোড়ে
জলদেবের স্তুতি করে।