আলেয়া অসংখ্য নক্ষত্র ভরা রাতে
'স্বাতি', 'স্বপ্তঋষী' সব ভূলিয়ে
আরো ঢের আলো নিয়ে
এসেছিলে আমার হৃদয়ে-


দীর্ঘ প্রতিক্ষন এক ভিন্ন জগতে
তোমার, আমার খেলা চলেছিল সে রাতে
সেই সময়ের স্রোতে তার ব্যাপ্তি তে
অচেতন মোনমহিনী তে-


পৃথিবী, নক্ষত্রের অধ্যায় শেষ হলে
সূর্যের আলোতে তোমাকে
খুঁজে পেতে চেয়েছি বারংবার
বুঝি দেখা দিতে চাওনি তুমি আর-


মরিচির মতো এখনো তাও
হৃদয়ে মিথ্যে পিপাসা জাগাও!