দেখতে দেখতে কখন যেন বড়ো হয়ে গেলাল
বাস্তব ও দায়িত্ব বোধের ভেতরে-
সোনালী ডানা মেলা পড়ন্ত বিকেলের
গোধূলির আলো গুলো;
কখন যেন মিলিয়ে গেলো শত শত বন্ধুদের নিয়ে
শেষ সন্ধ্যার আকাশে,
উল্লাস-অবকাশ থেকে সময়ের ঘোলা জলে।


স্কুলের ওই বট গাছটা ভেঙে পড়েনি এখনো
নামাঙ্কিত বেঞ্চ গুলোও একই ভাবে দন্ডায়মান
মনুমেন্টের মতো কত স্মৃতি নিয়ে দাড়িয়ে
প্রাক্তন প্রধান শিক্ষকের সেই মুর্তি।
তারা সোবায় রয়েছে আজো তেমনি
শুধু আমরাই অসংখ্য বন্ধুরা খসে পড়েছি।


জীবনের কোন এক অধ্যায় আমাদের অজস্র বন্ধত্বের
আনন্দ আবেগ নিয়ে গেছে
ধূসর বিচ্ছিন্ন প্রদেশে।
সেখানে মুহূর্তরা চিৎকার করে উঠে
অর্থ প্রতিযোগিতার হাই নিঃশ্বাসে,
ক্ষমতা প্রাচূর্য কিংবদন্তি প্রতিনিধিত্বের
কড়িতে কড়িতে আমরা
এখানে শুধু 'সুখ' খুজেঁ মরিয়া।
বাস্তব দায়িত্ব বোধের বেলকনি থেকে চেয়ে দেখি
মোক্ষম সুখের অনুভূতি গুলো পুরানো স্মৃতিতে
প্রযত্নে আবদ্ধ আছে বন্ধুত্বের উল্লাসে।


আজ তেমন কোনো বন্ধু নেই
নেই কোমল উল্লাসের অনুভূতি
আছে নকল সখ্যতার ভেতরে অন্ধ আনন্দ।


জীবনের বিষন্নতা ভাগ করে নেবার
আজ আর কোনো বন্ধু নেই আমার।