আজকে চলে যেতে চাই বহুদূরে
গ্রাম গঞ্জ শহর পার হয়ে সাগরের মাঝে,
গাছেদের সবুজ স্নিগ্ধ ছায়া ফেলে
যেখানে গান করে পাখি ডানা মেলে।
সবুজ দ্বীপে-


শহরে রক্ত গ্রামে রক্ত হানাহানি
পৃথিবীতে মুছে গেছে শান্তির বাণী।
সংসার সমুদ্র শুধু বিষন্নতার ওঠে ঢেউ
সোবায় মিলে করে যায় ঘেউ ঘেউ।
রাত্রি দিনে-


ভালোবাসা হারিয়ে গেছে ধূষর শূন্যে
প্রেমিকা আজকে দিগন্তে পলাতক,
যুগল প্রেমের আশায় দিবানিশি সৈকতে
প্রেমিক আঁকছে বালুকায় প্রেমের ছক।
উন্মত্ত চিত্তে-


তরী বেয়ে চলে যাব নাবিকের বেসে
এই হিংস্রতার বেড়াজাল ছিড়ে,
কোমল ঘাঁসের দ্বীপের ভেতরে
মিশে যাব শান্তির আকাশে বাতাসে।
স্নিগ্ধ দ্বীপে-