চেতনা ওইখানে গড়ো নাকো আর
ভালোবাসার নীড় তোমার আমার
হৃদয়ের ভেতরে যে সুপ্ত লোলুপ আকাঙ্খা
গভীর রাতেও উড়ে যেতে জন্মায় তার পাখা;
সেই বাসনাকে শেলবিদ্ধ খাঁচার ভেতরে
নির্বাসিত করে দিও না তারে।
এইখানে ঢের দিন বেঁচে থেকে তবু
বিমহর্ষ জীবনের স্বাদ পাওনি কভু!
কোটি কোটি নারীর প্রসববেদনার পরে
কোটি কোটি নবজাতকের জন্ম হয়েছে যে ঘরে
সেখানে থেকেও তোমার হৃদয়ে কী কখনো
নিঃসঙ্গ মায়ের উতরোল জন্মায়নি কোনো !
চেতনা ওইখানে গড়ো নাকো আর
ভালোবাসার নীড় তোমার আমার
সূর্য- পৃথিবী- নক্ষত্রের বয়স হয়েছে ঢের
ক্ষুব্ধ চোখে তারাও পেয়েছে এখানে টের;
ফিরে এসো চোখ আর হৃদয়ের শুধু ঘৃনা দিয়ে
উপহাস করে; ওই সমাজের জীবন গ্রন্থিকে।