এই ভাবে আর কতদিন হবে পথ চলা
নি‌ঃসঙ্গ আমি ঘরে একেলা;
তাই গিটারে তুলছি সূর
আমার হৃদয়ের ব্যাকূলতা
নির্জন রাজপথে বুঝি
ঘুমায়ে গেছে ব্যস্ত কোলকাতা।
চারিদিক হাহাকার বাতাসে ভাসে শঙ্কা
ভাইরাসে ভরে গেছে আজকের দুনিয়াটা;
মুখ থুপড়ে পড়ে আছে দেখি
সেই প্রিয় ভীক্টরিয়া
কোথাও দেখছিনা ভীড়
চারিদিকে আজ নির্জনতা।
চিতায় চিতায় দগ্ধ শহর
ছড়িয়ে গেছে 'ধ্বনি' কান্নার
নিধন হবে জানিনা কবে
এই হিংস 'কোরোনা' র‌।