একদিন ভেবেছিলাম-
আমিও মিশে যাই এদের সাথে,
ভাগাড়ে ফুটপাতে আবর্জনা
চিল শকুন হায়নার মজলিসে-
সুতীক্ষ্ণ দন্তের বিপুল সংগ্রামে।
চেয়ে চেয়ে দেখার থেকে
তাও ভালো হয়তো-
মধ্যস্থতার জ্বালা যে দুঃসহ!
তাদের খাদ্য আর সংগ্রামে
আমি ভেঙ্গে পড়েছিলাম চোখের জলে,
আমি পারিনি মিশে যেতে-
পারিনি সেই বালকটির সজীব জীবন
ছিনিয়ে নিতে মোটা অঙ্কে,
নির্জনে মেয়েটির গায়ে হাত দিয়ে
যৌন তৃপ্তি অনুভূব করতে।
ফুটপাতের ক্রন্দন সহ্য করতে।
তাই চিল শকুনের ইমারতে
হায়নার হৃদয় আমার হৃদয়
এক হতে পারেনি-
স্রষ্টার কাছে প্রতিকার চেয়ে
মর্ম ব্যথায় স্বতন্ত্র হয়ে আছি।