খাঁচার পাখি নইগো আমি মুক্ত আমার ডানা
নীল আকাশে উড়ে যাবার নেইকো কোনো মানা।
সকাল হলে ঊষার রাগে উঠবো আমি জেগে
বাড়ির সকল বলবে না কেউ হয়নি সকাল রেগে।
ইচ্ছে হলেই গাইবো যে গান কিচির মিচির সুরে
দূর থেকে দূর তেপান্তরে যেতে পারি উড়ে।
খেলার মধ্যে একটু খানি হঠাৎ দেরি হলে
পড়ার জন্য ডাকবে না 'মা' বেতের বাড়ি নিয়ে।
বনের মাঝে অনেক সাথী যাবে না কেউ ছেড়ে
ঊষার থেকে সন্ধ্যা রাগে থাকবো সোবায় সাথে।