ক্রন্দন-
ব্যাপ্ত আকাশের ধূষর শূন্যে
হিংস্রতার প্রলাপ কথা
বেজে ওঠে শঁকুনের কন্ঠে।
দুর্ভিক্ষ,মহামারি,দৈনতার ক্ষত,
নিঃশেষ হয়নি,কী এখনো?
মিথ্যে মানবতার জয়গান তবু শুনি
নায়ক নেতাদের মুখে,
কালকাঁচে ঢাকা বাবুদের নিয়ে
ছুটে চলে গাড়ি বুভূক্ষের গা বেয়ে।
হে স্বদেশ কিসের স্বাধিনতা তোমার?
প্রত্যহ পদানত সংগ্রামে রেখেছিল আগলে,
তুর্কী,আফগান,ইংরেজ,ফ্রান্সের থেকে
তারা আজো কেন অবহেলিত বঞ্চিত?
ট্রাম,ট্রেন,বাস ছুটে আধুনিক পথে
তার দুধারে বসে অশ্রুবৃষ্টি ঝরায়
১৯৪৬ সেই বিদ্রোহি বিপ্লবী দল।
এদের মুক্তির গান উঠবে বেজে
কোন লেনিনের মুখে।