শষ্যের ভেতরে খেলা করে যাদের ঘ্রান
অভূক্ত হৃদয়ে ঘুমিয়ে গেছে তাদের প্রান।
জাহাজের বন্দরের ভেতরে অসংখ বনিকেরা
আজ সভ্যতার অবক্ষয়ের মহা লুটেরা।
কৃষানের ঘর্মে সিক্ত সোনালী ডানায় মেলা ফসল
কুরে কুরে খায় অন্ন অভাব, তাদেরই জীবন নিস্ফল।
দিনের সূর্য রাতের নক্ষত্র'রা দেখেছে
তারাই নিয়ত সমস্ত সভ্যতার জন্ম দিয়েছে।
মূর্খ চাষার শ্রম বিনা পৃথিবীর এই সব
কৃষ্টি সংস্কৃতি বিজ্ঞান আধুনিকতা কঙ্কাল শব।