নীলা এই নগরের যন্ত্রনা পেতেছি ঢের
মনে হয়ে তুমিও পেয়েছো তার টের।
রেখে দিও সাজিয়ে বরনের পাত্র টা
আর একটু আছে তৈলসিক্ত প্রদীপের সলতে টা।
শয়নের ঘরে জেগে থাকি প্রতি রাতে
স্থিরতার ঘুম গেছে মুছে।
বেলা শেষে বাড়ি ফিরতে ফিরতে
প্রায়দিন ভূলি 'প্লাটফ্রম' মেট্রোতে।
তোমার স্পর্শের কোমল শিহরন পেয়ে
জীবনের অবয়ব গড়ি স্বপ্নে।
প্রতিদিন বিদায়ের লগ্ন খুঁজি
দেখবে কোনো দিন পৌছে গেছি।
উতরোল নগরের গোধূলির নীলাকাশে
উড়ন্ত বলাকার ডানা হয়ে তোমার দেশে।