স্নিগ্ধ কোমল কচি কচি ঘাঁসেদের
গা বেয়ে ঝরছে সবুজের আভা
নরম ঘাঁসের গা দিয়ে উঠছে
প্রকৃতির দূষন মুক্ত সুরভি সৌরভ।


উঠিয়াছে মেতে গঙ্গাফড়িং তার
প্রিয়টির সাথে সুগন্ধিত সবুজাভে।
স্নিগ্ধ সবুজের গা বেয়ে উঠিয়াছে
মাঝে মাঝে ঝিঁ ঝিঁ ধ্বনি পোকাদের কন্ঠে।


প্রভাতে আমার চোখ নিমেশেই ছোটে
উদয়স্তের নির্মম ঘাঁসেদের গায়ে
সেই মানুষের পায়ে পদলিত ক্ষতে-
শুধু আঁখিজল ফেলি অত্যাচারিত ক্ষতে।