নিঝুম-নিস্তব্ধ আমি
অতীতের সুখময় স্বপ্নে-
আকস্মাৎ হিংসমানবিকতার
আওয়াজ এল কাকের কন্ঠবেয়ে।
ক্ষনিকের আনন্দের প্রহর হল শেষ।
ক্রন্দনরত উন্মাদ আমি কন্ঠস্থ কাকের
নিশানায়-
কিছুদুর গিয়ে দেখি-
বুভূক্ষের রক্তে ভিজে সড়কের ধার
পাশে পড়ে আছে খাদ্যহীন পাত্র,
কাকেদের ছোটাছুটি ,আনন্দের উল্লাস
ব্যথিত হৃদয়ে কান্নার মাঝে
কে যেন বলে যায় আমায়
এটাই বাস্তব,এখানেই সুখ-সপ্নের
প্রহর শেষ।