অভাব- অভাব -অভাব
সময় সেজেছে অভাবের সাজে
চারিদিকে অভাবের গ্লানি
ছড়িয়েছে জরাজীর্ণ ঐ
কিশোরের দেহে-
তারিমাঝে প্রেম এসেছিল
সবুজ স্বপ্নের জোয়ার নিয়ে।
ঐ কিশোরের ভগ্ন হৃদয়ে।
তিল তিল করে অভাব ভাঙছে
মধুময় স্বপ্নের প্রাচীর-
চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন
ভালোবাসার ভোর-
পিছনেতে নেই কোনো পথ
সম্মুখে অভাব সেজেছে
কুজ্ঝটিকার সাজে-
স্নিগ্ধ কোমল অটল ভালোবাসার
স্তম্ভ ভেঙে হিংসপতাকা গেড়েছে
ঐ কিশোরের দেহে-
অভাব কাড়বে হাজার কিশোরের প্রেম,
এই বাণী কহে-