শ্রাবণের ঘন কালো মেঘ
গোধূলির শেষ আলোটুকু পার করে
গগন গ্রাস করছে অবিরত।
কল্লোলীণির তটে নির্জনে
আমি একাকি বসে,
বিহ্বল প্রেমের ভাবনায়-
বাদলা বাতাস বইছে হাহাকার শব্দে
ঝিঁ ঝিঁ কলরব তিক্কততা কর্ণে ছড়াইছে।
মোরা গাঙে ঢেউ ছুটেছে
এই  বরিষার দিনে,
আমার মনে প্রেম জেগেছে
কোনো এক শ্রাবণের নিশীথ
অন্ধকারে....