বৃক্ষালতা গুল্মরা দুলে ওঠে ফুলে ফলে
         প্রভাতি আনন্দের সঙ্গিত তুলে।
জুই-মালতি-টগর-গোলাপের দেহজুড়ে
বিভোর উল্লাসে তারা রাঙিমায় ভরে।
ঘুম ভাঙা পাখিরা কোলাকুলি করে
প্রভাত লগ্ন তুলে মনোরমে ভরে।
সুমিষ্ট লাজুক সূর্যমুখির দিকে চেয়ে
মনোরমে হাসে কিছু প্রেমে,পরশে।
হরিৎ হরিৎ ঘাঁসেদের দেহজুড়ে
শিশির কনা থাকে ভালোবাসা নিয়ে।
গুঞ্জনে মেতে ওঠে ভ্রোমরার দলে
প্রভাতের কোলে মিষ্টি মধুর গন্ধ পেয়ে
রাত্রির মিথ্যে প্রেমের স্বপন শেষে
প্রভাত ডাকে নিঃস্বার্থ  প্রেমের পত্র পাঠিয়ে।
বিনিদ্র রাত্রির বিরহ-যন্ত্রনা ভোলাচ্ছে
ছলনাহীন প্রেম ভালোবাসায় ভোরে।
দুচোক্ষে আমার অশ্রুজল মুচাচ্ছে
সে কোমল হাতের পরশ দিয়ে।
আর করুনায় কইলো আমার কাছে-
তুমি তো পড়েছিলে অলিক প্রেমে-!