রূপ যৌবন সুন্দর দেহকে নিয়ে
দোলিত অহংকারে উঠছো মেতে।
তোমার চেতনার ঘরে বিবেকের বানি
বেজেছে বার বার শুনতে পাওনি..
"শ্বাশ্বত নহে এ জীবন যৌবন
আসা আর যাওয়া বিধাতার নিয়ম"
রূপের অহমিকা শিখাটি
জ্বলছে হৃদয়ে তোমার -
ভেবে দেখো একদিন নিভে যাবে
এই উত্থিত জ্বলন্ত শিখা।
ঊজ্বলতায় ভরপুর দেহখানি
কালিমায ভরে উঠবে,
তোমার অহমিকার দ্বীপ শিখাটির তরে
আসবে না কোনো কীট পতঙ্গেরা।
তারাও সার্থকে চিনে নেবে
আলো নেই;দিন শেষ মেনে নেবে।
সময়ের গর্ভে সুসুপ্ত তোমার জাগরন।
একটিবারেও মনে করে দেখনাগো
সেই প্রেম ভালোবাসার সরূপ
যাকে রূপ যৌবন সময়
গ্রাস করতে  পারেনি।
নিঃস্বার্থে নিরব অবাধে চলেছে
শুধু ভালোবাসা বহে।
তোমার যৌবনপ্রভার অন্তিমে
যার থামে না প্রেমের কাটা।
বুঝতে অসুবিধা হবে না যানি
সেই প্রেমিক আমি।