আমি আছি ছিলাম থাকবো
যাবো না দূরে-
হয়তো নিদ্রার কোলে অপলক দৃষ্টিতে
ঘুমিয়ে পড়েছি তোমার স্মৃতি নিয়ে।
আমার অকারনের নিস্তব্ধতা
তোমার মনে অভিমান দিয়েছে ঢেলে।
মনের গভিরে লুকিয়ে ছিল,
যে কথা জাগেনি আগে
জেগেছে আজ অভাবের সাজে-
দুহাতে যন্ত্রনার বিরহি নৈরাশ্যতা নিয়ে।
আজ আমি কেঁদেছি বারংবার,
তবু অশ্রূ আসেনি দুচোখ ভরে।
হৃদয় গহ্বরে যে চাপা কথা,
আগে তো জাগেনি
দেয়নি এমনি নিরবতা।
যেন নেই,আজ হারিয়ে গেছে
স্নিগ্ধ কোমল ভালবাসা ছেড়ে
দিক দিগন্ত পলায়ন সেই মানুষী।
যার সাথে হত ভাগাভাগি
এই সব কষ্টের কথা সমব্যথি মনে
অনুভবে-অনুশোচনায়।
বহমান কষ্টের স্রোতে নেই কোনো
সেই প্রেয়সীর বাধা।
অভিমান নয়, সেভাবেই রয়েছে
আমি ও আমার মন।
যেভাবে দেখেছো আমারে
অতীতের পূলকিত দিবসে।