তবু কেন এক এক জীবনের দীন চলে যায়
প্রতিকার আয়োজন শুধু পন্ড মনে হয়
আজ কোনো কাজ নেই মানুষের ?
কী কাজ ছিল তাদের উত্তরসূরিদের?
শতাব্দী কে কী তাহলে সাক্ষরতা দিয়ে যায়
                          আজকের কর্মকান্ড হায়!
প্রতিদিন নগ্নতা জীবনের দামামা বাজে
বড্ড বাহুল্যতার নশ্বর উদরে।
ছিন্ন বীনার ভ্রষ্ট ছন্দ-লয়-তাল নৃত্য খেলা করে
সমস্ত প্রান্তরে প্রান্তরে পৃথিবীর জলসা ঘরে।
দিন শুরু হয় প্রতিদিন নর্তকী নাচে নগ্নশালায়
মদের গ্লাস শূন্য হলে দেখি সন্ধ্যা নামে
জীবনের স্রোত কি সুখে ডানা মেলে উড়ে যায়
পৃথিবীতে আবার মদের মজলিস জমে।